নিউজ ডেস্ক: ৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। তাই প্রাক-দীপাবলিতে আরজি কর আন্দোলনকে সামনে রেখে কলকাতা ফের গর্জে উঠছে। ভূত চতুর্দশীর দিন ফের জ্বলবে দ্রোহের মশাল। সম্প্রতি অ্যাকাডেমিতে বৈঠক করে এক ছাতার তলায় এসেছে ডাক্তার ও নাগরিক সমাজ মিলিয়ে ৮০টি সংগঠন। তৈরি করা হয়েছে নয়া মঞ্চ। সেই মঞ্চের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের নেতৃত্বে ডাক দেওয়া হয়েছে সিবিআই দফতর অভিযানের। সেখানেই মশাল মিছিল হবে। দাবি একটাই নির্যাতিতার দ্রুত বিচার।
প্রসঙ্গত। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তারপর কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। এখনও সঞ্জয় ছা়ড়া দ্বিতীয় কারোর বিরুদ্ধে আঙুল তোলেনি সিবিআই। অন্তত এই মামলার চার্জশিটে তার প্রতিফলন নেই। আর এতে একেবারেই সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। কার্যত তার জেরেই ফের সিজিও অভিযান।
একইসঙ্গে আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার ‘অভয়ামঞ্চ’ তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। আজ ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স অভিযান। আর ৪ নভেম্বর,দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে ‘অভয়া মঞ্চ’। যদিও এর আগেও তাঁরা সিজিও কমপ্লেক্সের সামনে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। কারণ যেভাবে তদন্ত করা হচ্ছে, যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে তাঁরা একেবারেই খুশি নন। সেকারণেই এবার ফের তাঁরা সিবিআইকে নির্দিষ্ট কিছু দাবি পেশ করতে চান।
উল্লেখ্য, রাজ্যে টাস্ক ফোর্স গঠন করে সরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্যবাণ করতে ইতিমধ্যে ছ দফায় নবান্নের কাছে সুপারিশ পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কেন্দ্রীয় রেফারেল স্টিটেমকে আরও সংগঠিত করার দাবিও তোলা হয়েছে। দাবি তোলা হয়েছে রেফারের আসা রোগীর ভর্তির বিষয়টিকে আরও সহজ ও মসৃণ করার। মূলত হাসপাতালের বেডের কথা মাথায় রেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা দাবিতে জানিয়েছিল জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। এসবের মধ্যেই আরও একদফায় সিজিও অভিযান। এরপর ফের জ্বলবে দ্রোহের আলো। যা সংগঠিত হবে আগামী সপ্তাহে। কর্মসূচিতে রয়েছে জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা। আর বিচার ? হয়তো দীপাবলির পর। এই মামলার শুনানি শুনতে ফের বসবে সুপ্রিম কোর্ট।