নিউজ ডেস্ক: আবাস যোজনা থেকে কোনও যোগ্য প্রার্থী যেন বাদ না যায়. জেলা প্রশাসনকে ফের বিষয়টি খতিয়ে দেখতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন। যেখানে পঞ্চায়েত ভিত্তিক ফের একবার জেলা প্রশাসনকে স্ক্রুটিনি করতেও বলা হয়েছে। আবাস যোজনা নিয়ে গত কয়েকদিনে একের পর এক জায়গায় ব্যাপক বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। তাই এবার আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর।
বলে রাখা প্রয়োজন, আবাস যোজনায় (Nabanna On PMAY Scheme) কেন্দ্রের টাকা মিলছে না। এই অবস্থায় রাজ্যেই এই টাকা দেবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খবর, আগামী ২০ ডিসেম্বর উপভোক্তাদের হাতে প্রথম দফার টাকা তুলে দিতে চান প্রশাসনিক প্রধান। সম্প্রতি গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করেন প্রশাসনিক প্রধান। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রের নিয়ম মেনে নয়, মানবিক দিক থেকে আবাস যোজনার টাকা দিতে হবে। কেউ যদি যোগ্য হন, তাহলে কোনও ভাবে তিনি যাতে বঞ্চিত না হয় তা দেখার কথা বলেন প্রশাসনিক প্রধান। এমনকি প্রয়োজনে ফের তালিকা রি-চেক করার কথাও বলা হয়েছে। আবাস যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের নিয়ম আছে হাতে স্মার্ট ফোন কিংবা বাড়িতে টু-হুইলার থাকলে তা পাবেন না।
এই নিয়ম না মানার কথাও জেলা প্রশাসন এবং আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আবাস যোজনার (Nabanna On PMAY Scheme) টাকা দিচ্ছে রাজ্য। এখানে কেন্দ্রের কোনও ভূমিকা নেই। পঞ্চায়েত দফতরকে এহেন নির্দেশ দেওয়ার পরেই আরও একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব সহ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও উপস্থিত ছিলেন। আর এরপরেই নবান্নের তরফে নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আবাস যোজনা থেকে কোনও যোগ্য প্রার্থী যেন বাদ না যায়। তা কর্মীদের ফের একবার দেখতে হবে।