নিউজ ডেস্ক: ‘পঞ্চায়েত’ প্রেমীদের জন্য দারুণ খবর। আসছে জনপ্রিয় এই ওয়েব সিরিজের চতুর্থ সিজন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর তরফে পোস্ট করে জানানো হয়েছে শুটিং শুরুর কথা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সঙ্গে শুটিং সেট থেকে একগুচ্ছ ছবি মন ভরিয়েছে দর্শকের।
স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে একটি পোস্ট করা হয়েছে মঙ্গলবার। শুরু হয়ে গিয়েছে ‘পঞ্চায়েত ৪’-এর শুটিং। নির্মাতাদের তরফে বেশ অনেকগুলো ছবি শেয়ার করা হয়েছে। অবশ্যই সেখানে দেখা মিলেছে সকলের প্রিয় ‘সচিব জি’ জিতেন্দ্র কুমারের। সেই সঙ্গে দেখা মিলল চন্দন রায়, ফৈজল মালিকের। ‘পঞ্চায়েত’ সিরিজে নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করা হল।
ফুলেরা গ্রাম, সেখানকার কিছু মানুষ আর স্থানীয় পঞ্চায়েত অফিস—এ নিয়েই ‘পঞ্চায়েত’ সিরিজের কাহিনি। শহরের ছেলে অভিষেক ত্রিপাঠী সচিবের চাকরি পায় ওই পঞ্চায়েত অফিসে। শুরুর দিকে গ্রামীণ পরিবেশে একেবারেই মানিয়ে নিতে পারে না। ধীরে ধীরে সে-ও জড়িয়ে পড়ে গ্রামের মানুষের ভালোবাসায়। হাসি-বেদনা আর বাস্তবতার মিশেলে তৈরি এ সিরিজ পছন্দ করেছেন দর্শক। আগের তিনটি সিজন জনপ্রিয় হওয়ার পর চলছে চতুর্থ মৌসুমের প্রস্তুতি। শুটিং শুরু হয়েছে ২৫ অক্টোবর থেকে। পঞ্চায়েত ৪ মুক্তি পাবে আগামী বছর।
দীপক কুমার মিশ্র ও অক্ষত বিজয়বর্গীয় পরিচালিত ‘দ্য ভাইরাল ফিভার’-এর অধীনে তৈরি এই সিরিজ় দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়। মুখ্য চরিত্র ‘সচিব জি’র ভূমিকায় অভিনয় করেন জিতেন্দ্র কুমার। এছাড়া রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সানভিকা, চন্দন রায়, ফৈজল মালিক, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার ও পঙ্কজ ঝায়ের মতো শিল্পীদের দেখা মেলে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে।
গত সিজন শেষ হয়েছিল যে অবস্থায়, তাতে অনেক অনুরাগীই এবারের চতুর্থ সিজ়নে নতুন চরিত্রের আগমনের আশায় রয়েছেন। এই বছরই মে মাসের শুরুর দিকে, বহু প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তৃতীয় সিজন। এবার নতুন সিজ়নে গল্প কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।