নিউজ ডেস্ক: সামনেই ভাইফোঁটা। কলকাতায় আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হতে পারে পাহাড়ে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিনবঙ্গে বৃহস্পতিবারের পর আজ, শুক্রবারও দক্ষিণবঙ্গের দু-একটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে মূলত শুকনো। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। আবার বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে।
তবে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার প্রভাব থাকবে। ক্রমশ কমবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কালীপুজোর পর সমতল থেকে অনেকেই পাহাড়ে ঘুরতে যান। তাঁরা বৃষ্টির মুখোমুখি হতে পারেন। শনিবার থেকে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তরবঙ্গেও কোথাও আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।
সব মিলিয়ে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। এরপর উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে দুপুরের পর কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য অবশ রয়েছে শহরে। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তিও।