নিউজ ডেস্ক: উৎসবের আমেজ কাটেনি, তার আগেই বড় ধাক্কা গ্যাসের দামে। ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। তবে ১৪ কেজির সিলিন্ডারের দাম বাড়েনি। বাড়ানো হয়েছে ১৯ কেজি সিলিন্ডারের এই সিলিন্ডার মূলত রেস্তোরায় ব্যবহার করা হয়। প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে, সেই অনুযায়ী এলপিজি পণ্য়ের দাম নির্ধারণ করে। এবারও ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হল।
আজ, ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১ টাকা ৫০ পয়সা। বিগত চার মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫০ টাকার বেশি। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৯১১.৫ টাকা। অক্টোবরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৮৫০.৫ টাকা খরচ হচ্ছিল। দিল্লিতে আবার অক্টোবরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৭৪০ টাকা লাগছিল। সেটা একধাক্কায় ১,৮০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।
নভেম্বরে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে ১,৮০২ টাকায় ঠেকল। আবার নভেম্বর মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে যথাক্রমে ১,৭৫৪.৫ টাকা এবং ১,৯৬৪.৫ টাকা। অক্টোবরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৬৯২.৫ টাকা লাগছিল। আর গত মাসে চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দাম ছিল ১,৯০৩ টাকা। প্রসঙ্গত, এই মুহূর্তে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮২৯ টাকা। দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা পড়ছে। অন্যদিকে, নভেম্বরে মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে যথাক্রমে ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা। যাঁরা কোনও ভর্তুকি পান না, তাঁদের এই দামে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে।