নিউজ ডেস্ক: বনি এবং সৌরভ অনুরাগীদের জন্য এল নতুন খবর। এবার রোমাঞ্চ এবং সাসপেন্সে ভরা এক গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে এই দুই অভিনেতাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্থনি জেন। তাঁদের নতুন ছবির নাম ‘ঝড়’ (New Bengali Film)। থ্রিলারধর্মী ছবিতে দুই নায়কের মাঝে দেখা যাবে নতুন মুখ। নতুন নায়িকার নাম অমৃতা। এই ছবির গল্পে পরতে পরতে রয়েছে সাসপেন্স এবং থ্রিলার।
বাস্তবে তাঁরা ভাল বন্ধু। সমাজমাধ্যমের পাতায় ঢুঁ দিলে তাঁদের একাধিক ছবি দেখা পাওয়া যাবে। তাঁরা হলেন বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। ঝুলিতে তাঁদের একের পর এক কাজ। সৌরভ বড় পর্দা থেকে ওয়েব সিরিজ চুটিয়ে কাজ করছেন। অন্য দিকে বনি টলিপাড়ার ছবি করার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও মন দিয়েছেন। কিন্তু এরপরেই এই নতুন ছবিতে প্রথমবারের জন্য পর্দা ভাগ করে নেবেন বনি সেনগুপ্ত এবং সৌরভ দাস। বিপরীত মেরুর দুই চরিত্রে দেখা যাবে এই দুই নায়ককে। ছবিতে (New Bengali Film) অন্যান্য চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।
এই ছবিতে (New Bengali Film) বনি মাইকেল নামে এক শিক্ষক রূপে ধরা দিতে চলেছেন। অন্য দিকে, আরও এক বার খলনায়ক সৌরভ। এই নতুন ছবিতে একেবারে অন্য ভাবে তাঁকে দেখবেন দর্শক। কাহিনি অনুসারে কালিম্পং শহরের এক কলেজের অধ্যাপক বনি। শিক্ষার্থীরা খুব ভালবাসে তাঁকে। দিনগুলো যখন হেসেখেলে কাটছিল, তখনই আচমকা বিপদ। এক কলেজ ছাত্রীর সঙ্গে ঘটে অঘটন। সে যখন কোমায় তখনই একের পর এক নিখোঁজ কলেজের বাকি ছাত্রীরা। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে আগমন সৌরভের। তারপর? এই নিয়েই এগোবে ছবির গল্প। কলকাতা শহর ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা জুড়ে শীঘ্র শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে পিএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে। সঙ্গীতের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়৷