নিউজ ডেস্ক: কালী পুজোর পরদিনই খাস কলকাতায় বিস্ফোরণ। কান ফাঁটানো শব্দে কেঁপে উঠল পাটুলি। পাটুলিতে খেলার মাঠে এই বোমা বিস্ফোরণের জেরে আহত হয়েছে এক কিশোর৷ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) বিদিশা কলিতা দাশগুপ্ত৷
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই সময় পাটুলির একটি খেলার মাঠে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ১৪ বছর বয়সী নবম শ্রেণির ছাত্র তার বন্ধুদের সাথে ফুটবল খেলার জন্য মাঠে গিয়েছিল। খেলতে খেলতে কিশোরটি একটি বোমাকে বল ভেবে খেলতে গেলে কিছু মুহূর্তের মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তের মধ্যে সেখানকার পরিবেশকে আতঙ্কিত করে তোলে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের আঘাতে তার নাক-মুখ থেকে রক্ত নির্গত হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রথমে তাকে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। জায়গাটি ঘিরে ফেলা হয়।স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় এক বাসিন্দা জানান, আগে এরকম ঘটনা ওই এলাকায় ঘটেনি। মাঠের মধ্যে বোমা এল কোথা থেকে? প্রশ্ন স্থানীয়দের। তাঁদের কথায়, “এমন ঘটনা এই অঞ্চলে আগে কখনো ঘটেনি। আমাদের শিশুদের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তিত হওয়া উচিত।” স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেছেন। তারা আশ্বাস দিয়েছেন যে যারা এই বিস্ফোরকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দাবি করেছেন, সম্ভবত বাইরে থেকে কেউ এসেই ওই বোমা খেলার মাঠে ফেলে গিয়েছিল৷ সেই বোমা থেকেই বিস্ফোরণ ঘটে৷ তবে ওই কিশোরের আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে৷