নিউজ ডেস্ক: রাজ্যে আবারও দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে (Weather update today)। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় আরও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভাইফোঁটায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে। এখন স্বাভাবিকের ওপরেই রয়েছে তাপমাত্রা। কোথাও কোথাও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হবে দু এক জায়গায়। কাল শনিবার থেকে জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে।এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে; তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal Weather Update) উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার প্রভাব থাকবে। ক্রমশ কমবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে কোথাও হালকা কুয়াশা, ধোঁয়াশা থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে।
তবে ভাইফোঁটায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে। রাজ্যের বেশ কিছু অঞ্চলে শীতের তাপমাত্রা এখনও আসেনি, বরং বাতাসে আর্দ্রতা এখনও বেশ পরিমাণে রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে, যা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। অর্থাৎ রবিবার ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। উইকেন্ড থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের মাঝে বুধবার থেকে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার ধীরে ধীরে পরিস্থিতির বদল হচ্ছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু’ থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। ফলে অস্বস্তিকর পরিবেশ কাটবে। অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায়। রাত পোহালেই ভাইফোঁটা। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।