নিউজ ডেস্ক: বিমানের পর এবার ট্রেন । বোমাতঙ্কের জেরে মাঝপথেই থেমে গেল বিহার-দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ৷ উত্তরপ্রদেশে ট্রেন থামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি । যদিও তল্লাশি চালানোর পরেও ট্রেনে কোনও বোমার হদিস মেলেনি । ফলে তল্লাশির পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি ।
জানা গিয়েছে শুক্রবার বিকেলে বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা আছে, এমনটাই খবর আসে দিল্লির কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গেই জিআরপি, আরপিএফ-কে খবর দেওয়া হয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাধ্য হয়ে উত্তর প্রদেশের গোন্দা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। এদিকে, ট্রেনে বোমা রাখা আছে, এই খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। গোন্দা স্টেশনে ট্রেন দাঁড়াতেই অনেক যাত্রী ভয়ে ট্রেন থেকে নেমে পড়ে। এরপর খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা এসে গোটা ট্রেন তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ পরে ট্রেনটি ছাড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কে বা কারা এই ভুয়ো হুমকি দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে গোন্ডা রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক নরেন্দ্র পাল সিং জানান, ‘‘দিল্লি কন্ট্রোল রুম থেকে ট্রেনে বোমা রয়েছে বলে একটি টিপ আসে ৷ তারপরেই সতর্ক করা হয় জিআরপি এবং আরপিএফ’কে ৷ ট্রেনটিকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ গোন্ডা জংশনে থামানো হয় ৷ সেখানেই বম্ব স্কোয়াড এসে ট্রেনটিতে তল্লাশি চালায় ৷ যদিও ব্যাপক তল্লাশি চালানোর পরেও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি ৷ ফলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ৷’’
প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার একাধিক বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এসেছে ৷ সম্প্রতি কলকাতা বিমানবন্দরে একাধিক বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায় । জরুরি অবতরণ করে একাধিক বিমান ৷ যদিও শেষ পর্যন্ত দেখা গিয়েছে, প্রত্যেকটি হুমকিই ভুয়ো ৷ তার পরেই কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে ৷