নিউজ ডেস্ক: অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন বরুণ ধবন (Varun Dhawan)। বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল গত জুন মাসে তাদের প্রথম সন্তানের স্বাগত জানিয়েছিলেন। একরত্তির বয়স এখন পাঁচ মাস। অবশেষে তাদের কন্যা সন্তানের নাম প্রকাশ করেছেন। পর্দার হ্যান্ডসাম নায়ক এখন সারাক্ষণই ব্যস্ত মেয়েকে সামলাতে। তিনি এবং নাতাশা তাদের আদরের রাজকন্যের নাম রেখেছেন লারা (Lara)। লারা নামের অর্থ ক্ষেত্রবিশেষে লাবণ্য, সুরক্ষা বা জয়। যে মানুষের মধ্যে সৌন্দর্য ও প্রাণোচ্ছ্বলতা দুইই থাকে, তাকেও লারা চলে। অন্যদিকে, ভিন্ন সংস্কৃতিতে এর ভিন্ন অর্থ রয়েছে। লাতিনে বাড়ি ও জমি রক্ষক দেবতার নাম লারা। লারা নামের গ্রিক অর্থ দেবদূত। রাশিয়ায় লারিসা নামের ছোট সংযোজন ‘লারা’। এই নামের অর্থ আনন্দিত।
তবে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে নয়, ‘কোন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati 16) অনুষ্ঠানে এসে বরুণ প্রকাশ করলেন তাঁর মেয়ের নাম। সেই অনুষ্ঠানেই অমিতাভ বচ্চন তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন, এবারের দীপাবলি একটু বিশেষ তাঁর জন্য, কারণ এবার বরুণের বাড়িতে এসেছে একরত্তি সন্তান। আর সেই কারণেই এবার দীপাবলির উৎসব যেন আরও বেশি আলোকজ্জ্বল বরুণের বাড়িতে। এদিন অমিতাভ বলেন, ‘এই দীপাবলি তোমার জন্য খুব স্পেশাল, বরুণ, কারণ লক্ষ্মীজি স্বয়ং তোমার বাড়িতে এসেছেন।’ এই কথা শুনে আবেগঘন বরুণ হাত জোড় করে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা তার নাম রেখেছি লারা। আমি এখনও তার সাথে সংযোগ স্থাপন করতে শিখছি।’
চলতি বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি শেয়ার করে নিয়েছিলেন বরুণ ও নাতাশা। তখনই জানা গিয়েছিল, তাঁদের ঘরে সন্তান আসতে চলেছে। অবশেষে জুন মাসে বরুণ নাতাশার পরিবারে আসে নতুন সদস্য। তাঁদের পরিবারে খুদে সদস্যের আসার খবর প্রথম জানিয়েছিলেন বাবা ডেভিড ধবন। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন বরুণ ও নাতাশা। স্কুলজীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন বরুণ ও নাতাশা। পরে তাঁরা পারিবারিকভাবে আরও কাছাকাছি আসেন। একুশ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। যদিও সাধামাঠভাবেই বিয়ে সারেন এই দম্পতি। বিয়ের প্রস্তুতি নিয়েও কোনও আড়ম্বর করতে চাননি তাঁরা। যার জন্য, সেই খবর প্রথম দিকে চাপা ছিল। বিয়ের তিন বছরের ঠিক পরপরই এবার তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। আর এবার প্রকাশ্যে এল তাঁদের সেই সন্তানের নাম।