নিউজ ডেস্ক: অনুপম রায়ের অনুরাগীদের জন্য সুখবর আছে। অনুপমের লাইভ কনসার্টের প্রস্তুতি চলছে জোরকদমে। নতুন ভাবনায় সুরেলা সন্ধ্যা উপহার দিতে তিনি তৈরি। অনুপম রায়ের বহু প্রতীক্ষিত সঙ্গীতানুষ্ঠান ‘তারার মত জ্বলব’ অনুষ্ঠিত হতে চলেছে এই রবিবার, ৩ নভেম্বর। নিক্কো পার্কের ‘বিগ লন’-এ আয়োজিত হবে এই অনুষ্ঠানটি ঠিক সন্ধ্যে ৬টা থেকে। মোবাইলের অডিয়ো অ্যাপ হোক কিংবা রিংটোন, অনুপম রায়ের ভক্তদের ফোনে বারংবার বাজতে থাকে শিল্পীর গাওয়া বিখ্যাত গানগুলি। ভক্তরা মুখিয়ে থাকেন একবার তার গান সরাসরি শোনার জন্য। কলকাতায় এই সুযোগেরই আয়োজন করল ‘টিম অনুপম রায়’।
‘আমাকে আমার মত থাকতে দাও’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বোবা টানেল’ এইরকম জনপ্রিয় গান তো থাকবেই, তার সঙ্গে থাকবে অনুপম রায়ের আরও অনেক নতুন গানও। স্টেডিয়ামে আলোর খেলা এবং গানের সুরেলা ছন্দে এক সুন্দর সন্ধ্যা উপহার পেতে চলেছে শহর কলকাতা। টিকিট বুকিং শুরু হয়ে গেছে। আপনিও যদি এই স্বর্ণালী সন্ধ্যার অংশ হতে চান তা হলে আর দেরি না করে এখনই আপনার টিকিট সংগ্রহ করুন এই লিঙ্ক থেকে: https://insider.in/tarar-moto-jolbo-nov3-2024/event
অনুপম রায়ের গানের সুরে মুগ্ধ আপামর বাঙালি। তিনি বাংলার তো বটেই বলিউডের অন্যতম খ্যাতনামা সঙ্গীত পরিচালক। তাই এই অনুষ্ঠানের খবরে সকলেই আনন্দিত। ইতিমধ্যেই শো এর টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। হাতে মাত্র আর একদিন তাই দেরি না করে আপনিও কেটে ফেলুন টিকিট আর সাক্ষী হন এই শোয়ের।
প্রসঙ্গত, এদিন অনুপম রায় দীপাবলির শুভেচ্ছা জানিয়ে যে পোস্ট করেছেন সেখানে তিনি স্পষ্ট ভাবেই লিখে দেন যে বাঙালিদের উৎসব কালীপুজো। দিওয়ালি নয়। এই বিষয়ে তিনি তাঁর পোস্টে লেখেন, ‘ বাঙালিকে আরও একটু সচেতন হতেই হবে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। নাহলে কালীপুজো কেড়ে নিয়ে আমাদের ঘাড়ে দিওয়ালি চাপিয়ে দেওয়া হবে। জাগো বাঙালি।’ অনুপমের পোস্টে তাঁকে সমর্থন করেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিনি গায়কের পোস্ট রিটুইট করে লেখেন, ‘অনেক ধন্যবাদ অনুপম দাকে। দেওয়ালে পিঠ ঠেকার আগে দেওয়াল জুড়ে লেখ। হিন্দি আধিপত্য নিপাত যাক। বাংলা বাঙালির। ফেলুদা কালী, মগনলাল দিওয়ালি।’ এর জবাবে অনুপম ফের লেখেন, ‘জয় বাংলা।’