নিউজ ডেস্ক: লক্ষ্মী এল ঘরে। সবেমাত্র দুই থেকে তিন হয়েছেন টলি পাড়ার নব দম্পতি কাঞ্চন-শ্রীময়ী। আপাতত বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, সম্পূর্ণ সুস্থ মা ও নবজাতক। জীবনের এই খুশির মুহূর্তে হাসপাতাল থেকেই দুটি ছবি শেয়ার করলেন নতুন মা। শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্টোরিতে নজর রাখলে দেখা যাচ্ছে ছবি। একটিতে দেখা গিয়েছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন শ্রীময়ী। সেলফি তুলছেন শ্রীময়ী বোন। ক্যামেরাক দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। ছবির উপরে লেখা, “মাসি অন ডিউটি।” পরের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বুমেরাং শেয়ার করেছেন অভিনেত্রী। ওই বুমেরাংয়ে একেবারে রোম্যান্টিক অবতারে ধরা দিয়েছেন শ্রীময়ী-কাঞ্চন। একে-অপরে চুমু ছুঁড়ে দিতে দেখা গিয়েছে নতুন বাবা-মাকে।
সদ্য মা হওয়া শ্রীময়ী লেখেন, “অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠানামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।” এর পরই ইনস্টাগ্রাম স্টোরিতে সেলফি, বুমেরাং শেয়ার করেন নতুন মা।
দীপাবলির পর পরই কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিয়েছেন অভিনেতা-দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি সমাজমাধ্যমে একরত্তির নাম প্রকাশ করে পোস্ট করেছেন নিজেরাই। অভিনেতা-বিধায়ক কাঞ্চন মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। যদি ধরে নেওয়া হয় ‘কৃষাভি’ থেকে ‘কৃষভি’ নামের উৎপত্তি, তা হলে সে নামের সঙ্গে কৃষ্ণের যোগ রয়েছে। মতান্তরে, কৃষ্ণের এক স্ত্রীর নাম কৃষাভি। আবার যদি ধরে নেওয়া হয় ‘কৃষভি’ নামের উৎস আসলে ‘কৃষ্ণাভি’, তা হলে জেনে রাখা প্রয়োজন, ‘কৃষ্ণাভি’ হল শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিস। তবে আক্ষরিক অর্থে ‘কৃষভি’ মানে ‘শুভ’।
উল্লেখ্য, কাকপক্ষী টের পায়নি কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক অন্তঃসত্ত্বা। তবে লক্ষ্মীপুজোর দিন সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই, নেটদুনিয়া শ্রীময়ীর সাজগোজ দেখে কিছুটা আন্দাজ করেছিল, এই সুখবরের। তবে শনিবার সকাল পর্যন্ত, সন্তান আসার খবরে সিলমোহর না দিলেও, রাতের বেলা কাঞ্চন নিজেই জানান কন্যা এসেছে তাঁদের কোলজুড়ে।