নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন উদ্ধারকাজের। জানা গিয়েছে, সোমবার সকালে আলমোড়া জেলার রামনগর এলাকায় খাদে পড়ে যায় বাসটি। সেই সময় বাসে ৪৫ জন যাত্রী ছিল। ঘটনায় একাধিক শিশুর মৃত্যুর আশঙ্কা।
সূত্র মারফত জানা গিয়েছে, বাসটি গারওয়াল থেকে কুমায়ুনের দিকে যাচ্ছিল। পথে আলমোড়া জেলার মারচুলা নামে একটি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনার পরেই গভীর খাদে উদ্ধারকাজ চালাতে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ২৩ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত আরও বহু যাত্রী। জেলাশাসক অলোক কুমার পাণ্ডে বলেন, ‘বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। ২০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় বাসটি।’ ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসের অধিকাংশ তুবড়ে গিয়েছে। স্থানীয় মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে পুলিশও।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। অবিলম্বে প্রশাসনকে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। গুরুতর জখমদের এয়ারলিফ্ট করে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আলমোড়া জেলার মারচুলায় বাস দুর্ঘটনার খবর পেলাম। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।” এছাড়াও মুখ্যমন্ত্রীর দফতরের তরফে নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।