নিউজ ডেস্ক: এখনই শীতের আমেজ মিলবে না পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। যদিও আগে পারদ-পতনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। কলকাতার কিছু অংশে কুয়াশা থাকারও পূর্বাভাস রয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, ঠান্ডা পড়ার আগেই ফের একবার ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি নিম্নচাপে পরিণত হলে ফের বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলবর্তী জেলায় মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। তাই আগামী ৪-৫ দিন নামবে না তাপমাত্রা, খবর আবহাওয়া দফতর সূত্রে।
উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের মাঝে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও। ৭ নভেম্বর শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। আগামী চার দিনে অন্তত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।
আগামীকাল, মঙ্গলবার এবং পরশু বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে। এর প্রভাব পড়তে পারে উপকূল-সংলগ্ন জেলা কলকাতা হাওড়া ও হুগলিতে। আকাশ মেঘলা হতে পারে। আগামী তিন চার দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। অন্যদিকে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আগামী চার-পাঁচ দিন। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামিকাল, বুধবার ও তারপর দিন বৃহস্পতিবার কুয়াশা ও ধোঁয়াশা সকালের দিকে দুই ঘণ্টা থাকবে।