নিউজ ডেস্ক: ভক্তদের মধ্যে রণবীর কাপুর (Ranveer Kapoor) এবং সাই পল্লবী (Sai Pallavi) অভিনীত ‘রামায়ণ’ (Ramayan) ছবিটি নিয়ে একটি বিশাল উন্মাদনা দেখা দিয়েছে। বছরের শুরুতে ছবির সেট থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। বিশেষ করে রণবীর কাপুরের রাম চরিত্রের ঝলক মন জয় করেছে। এবার নির্মাতারা সেই ছবি নিয়ে বড় চমক সামনে এনেছে। একটি নয় এবার ছবির দুটি অংশের মুক্তির তারিখ (Ramayan Release Dates) ঘোষণা করলেন নির্মাতারা।
বুধবার দু’বছর পূর্ণ করল রাহা কপূর, কপূর পরিবারের সর্বকনিষ্ঠ খ্যাতনামী। আর এই বিশেষ দিনেই প্রকাশ পেল রাহার বাবা রণবীর কপূরের পরবর্তী ছবি ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার। দীর্ঘ দিন ধরেই আলোচনার কেন্দ্রে নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিতে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। প্রথম পোস্টারে দেখা গিয়েছে ছবি মুক্তির সম্ভাব্য সময়। দু’টি ভাগে মুক্তি পাবে এই ‘ম্যাগনাম ওপাস’। প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে উৎসাহিত দর্শক।
এই ছবিতে বলিউড তারকাদের পাশাপাশি একঝাঁক দক্ষিণী সেলেবের দেখা মিলবে। ছবিতে রামের ভূমিকায় রণবীর, সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। রাবণের চরিত্রে অভিনয় করছন কন্নড় ছবি ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ। নমিত মালহোত্রা যে পোস্টারটি উন্মোচন করেছেন, যেখানে আকাশের দিকে তাক করে একটি জ্বলন্ত তীর ছোড়া হয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘এক দশকেরও বেশি সময় আগে আমি এই মহাকাব্যটি বড় পর্দায় আনার জন্য একটি মহৎ অনুসন্ধান শুরু করেছিলাম, যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি হৃদয়ে রাজত্ব করেছে। এবং আজ, আমি এটিকে সুন্দরভাবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত হয়েছি কারণ আমাদের টিম কেবল একটি উদ্দেশ্য নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে: আমাদের ইতিহাস, আমাদের সত্য এবং আমাদের সংস্কৃতির সবচেয়ে খাঁটি, পবিত্র এবং দৃষ্টিনন্দন অভিযোজন – আমাদের রামায়ণ – বিশ্বজুড়ে মানুষের জন্য উপস্থাপন করা।’