নিউজ ডেস্ক: বুধবার সকালে শুনানি হওয়ার কথা ছিল আরজি কর মামলার। তবে তা পিছিয়ে গেল দুপুর তিনটেয়। ৩৪ নম্বর তালিকাভুক্ত হয়েছে আরজি কর মামলাটি। মঙ্গলবার স্থগিত হয়ে যাওয়ার পরে নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, বুধবার শুনানির তালিকায় সবচেয়ে প্রথমেই এই মামলা শুনবে আদালত। সেই মতো সকাল সকাল শীর্ষ আদালতে নজর ছিল দেশবাসীর। তবে বেলা গড়াতেই জানা গেল, মামলা হবে সকালের বদলে দুপুরে। আদালত সূত্রের খবর, বুধবার দুপুর তিনটেয় আরজি কর মামলার শুনানি হবে প্রধান বিচারপতি বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে শুনানি সুপ্রিম কোর্টে। এবার নজর ধর্ষণ ও খুনের মামলার অগ্রগতি এবং আর্থিক দুর্নীতি – দুই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, তাঁদের বেতন ইত্যাদি সম্পর্কিত ছ’টি প্রশ্নের উত্তর তলব করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। যার বিস্তারিত হলফনামা আকারে জমা দিয়েছে রাজ্য। আজ এই সব তথ্য খতিয়ে দেখবে প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে ৮৮ দিন। এখনও সুবিচারের দাবিতে জ্বলছে মশাল। উঠছে স্লোগান। সোমবারই চার্জ গঠন হয়েছে। এবার শিয়ালদা কোর্টে শুরু হবে শুনানি। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি ছিল। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হয়নি। মঙ্গলবার একাধিক মামলার শুনানির ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানেও যাওয়ার ছিল প্রধান বিচারপতির। অবশেষে মঙ্গলবারের পরিবর্তে বুধবার শুনানির দিন ধার্য করা হয়। উল্লেখ্য, ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাই সম্ভবত এটাই তাঁর এজলাসে আর জি কর মামলার শেষ শুনানি। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না।