নিউজ ডেস্ক: রাজ্য সরকারের নামে কুৎসা ও অপপ্রচারের আরও এক গভীর চক্রান্ত ফাঁস হল আর জি কর মেডিক্যাল কলেজে। যদিও হাসপাতালের শীর্ষ কর্তারা বিষয়টিকে চক্রান্ত না বলে রাজ্য সরকারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের একাংশের ‘অন্তর্ঘাত’ বলে মন্তব্য করেছেন। আরজি করে ‘রক্তমাখা’ গ্লাভস নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। যদিও সেটি আদতে রক্তের দাগ ছিল না বলে গত ২৯ অক্টোবর বায়োকেমিস্ট্রি ল্যাবের রিপোর্ট উল্লেখ করে জানিয়ে দিয়েছিলেন কর্তৃপক্ষ। আর বুধবার জানা গেল, ওই গ্লাভসগুলি আদৌ সরকারি সরবরাহের চিকিৎসা সরঞ্জামই নয়। কেননা, ওই ব্যাচ নম্বরের কোনও গ্লাভস সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে আরজি করে কখনও সরবরাহ হয়নি। ফলে এই বিতর্কের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। ওই গ্লাভস কী ভাবে ট্রমা কেয়ার সেন্টারে এলো, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আরজি কর কর্তৃপক্ষ।
অভয়ার ঘটনার আবেগকে হাতিয়ার করে কর্মবিরতি চলার সময় সরকারি স্বাস্থ্য পরিষেবাকে হেয় করতে যে ‘রক্তমাখা গ্লাভস’-এর ভয়ঙ্কর অভিযোগ খাড়া করা হয়েছিল, তা প্রাথমিক তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। হাসপাতালের নার্সরাই পরে জানিয়ে দেন, বাম সমর্থক কয়েকজন রেসিডেন্ট ডাক্তার ওই গ্লাভসে লাল তরল লাগিয়ে সরকারি স্টোররুমের কাগজের বাক্সে ঢুকিয়ে দেন। চেষ্টা হয়েছিল, রাজ্য সরকার ব্যবহার করা গ্লাভস হাসপাতালে পাঠাচ্ছে, রোগীরা সংক্রমণে মারা যেতে পারে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। বুধবার প্রমাণ হয়ে গেল, যে গ্লাভস নিয়ে মারাত্মক অভিযোগ করেছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট, সেই গ্লাভসটাই আর জি কর হাসপাতাল অর্ডারই দেয়নি।
এ প্রসঙ্গে হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “আর জি কর থেকে অর্ডার দেওয়া গ্লাভসের ব্যাচ নম্বর ২৪০৭০০৭, কিন্তু যে ‘রক্তমাখা গ্লাভস’ হাজির করে মারাত্মক অভিযোগ করা হয়েছিল, সেটির ব্যাচ নম্বর ২৪০৬০০৬। তাৎপর্যপূর্ণ হল, শুধু অর্ডার দেওয়া নয়, ওই ব্যাচের কোনও গ্লাভস আর জি কর কর্তৃপক্ষ গ্রহণও করেনি।” প্রশ্ন উঠেছে, যদি হাসপাতাল অর্ডার না দেয়, অথবা গ্রহণ না করে, তা হলে কে বা কারা এই গ্লাভস হাজির করে রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল? তবে কি জুনিয়র ডাক্তারদেরই কেউ বাইরে থেকে কিনে এনে লাল রঙের কোনও তরল অথবা রাসায়নিক মাখিয়ে সাংবাদিক বৈঠকে হাজির করেছিল? এমন ভয়ঙ্কর ‘অন্তর্ঘাত’ করার ক্ষেত্রে কে বা কারা সাহায্য করেছিল, এবং কোথা থেকে, কীভাবে গ্লাভস এসে হাজির হল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।