নিউজ ডেস্ক: সাগরে ফের ঘনীভুত হতে চলেছে নিম্নচাপ। তবে তার গতিপথ কোন দিকে, তা নিয়ে এখনই কোনও পূর্বাভাস দিতে রাজি নয় আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী ৭ দিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন কোন নেই ৷ শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে এরপর নভেম্বরের মাঝ থেকেই হাওয়া বদল হবে। উত্তুরে হাওয়া বইতে শুরু করবে ১৫ নভেম্বর থেকে। কমবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ শুরু হবে রাজ্য জুড়ে।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন,“উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে৷ এ সপ্তাহের শেষে এই নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি তা কোন দিকে যায়, সেদিকেই নজর রাখা হচ্ছে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা। ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে৷ ফলে চলতি মাসের মাঝামাঝি সময়েই শীতের আমেজ আসবে রাজ্যে।”
তবে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনাও নেই। নভেম্বরের মাঝামাঝি থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
অন্যদিকে রবিবার রয়েছে জগদ্ধাত্রী পুজোর নবমী। সেদিন আবার উপকূলের তিন জেলাতে অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও রবিবার সামন্য বৃষ্টি হতে। হালকা বৃষ্টি দেখা যেতে পারে জলপাইগুড়িতেও। তবে সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া।