নিউজ ডেস্ক: ‘পুষ্পা’ মানেই একের পর এক ধামাকা। অল্লু অর্জুন অভিনীত দক্ষিণী ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর থেকেই এর দ্বিতীর পর্ব কবে আসবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে প্রথম থেকেই। সিকুয়েল নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়াতেও। তবে এবার এল সুখবর। চলতি বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আর ছবি মুক্তির আগেই বাজিমাত করতে চলেছেন পর্দার ‘পুষ্পা’। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে।
সূত্রের খবর, ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা ঢুকে পড়েছে। অর্থাৎ ছবিমুক্তির আগেই ছবির প্রমোশন করেই ১০০০ কোটি টাকা আয় হয়েছে। এই ছবি নাকি মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, এমনটাই বলছেন অধিকাংশ নেটিজেন। সূত্রের খবর, আমেরিকায় ‘পুষ্পা’র প্রিমিয়ার শোয়ের টিকিট বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া গিয়েছে। আপাতত প্রি-বুকিংয়ের হিসেব বলছে গ্লোবাল রিলিজে ছবির মোট আয় হতে চলেছে ২৭০ কোটি টাকা। সেই হিসেবে নজর রাখা যাক। অন্ধ্রপ্রদেশে ছবির আয় ৮৫ কোটি টাকা। কেরালা থেকে আয় ৮ কোটি, কর্নাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি আর বাকি ভারতে ৭৫ কোটি টাকা। ফলে ব্যবসা যে রমরমা হবে, তা নিয়ে সন্দেহ থাকছে না। হিসেব অনুযায়ী, ভারতবর্ষে ছবির ব্যবসা মুক্তির দিনই দুশো কোটি ছাড়াবে। আর বিদেশের মার্কেট থেকে আয় হবে ৭০ কোটি টাকা। সব মিলিয়ে গ্লোবাল রিলিজে ছবির মোট আয় হতে পারে ২৭০ কোটি টাকা।
সূত্রের খবর, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগে থাকবে বড়সড় বদল। এমনকী ছবির ক্লাইম্যাক্সও দর্শকদের চমকে দেবে। ছবির পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে সাফল্য পেয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখেই ছবিটির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। ছবিটির দ্বিতীয়ভাগ বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। তিন সপ্তাহ পরই পর্দায় ‘পুষ্পা’ রাজ। এই প্রথমবার কোনও ভারতীয় সিনেমা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও রিলিজ করা হবে। আর বাংলা ভার্সানে প্লে ব্যাক করবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। যদিও তিমির এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।