নিউজ ডেস্ক: হাতে আর মাত্র কিছুদিন। তারপরেই রাজ্যে হাওয়া বদল। পারদ নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ নভেম্বরের মাঝামাঝি শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে শীতের পথে বাধা ছিল নিম্নচাপ। অবশেষে নিম্নচাপ কাটিয়ে শীতের পরশ পেতে চলেছে রাজ্য।
সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দুটি জেলা তথা দার্জিলিং ও কালিম্পংয়ের একটি দুটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে বিশেষ কোনও পরিবর্তন নেই।
তবে এবার ধীরে ধীরে ঠাণ্ডা হাওয়া বইবে। উইকেন্ডে শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হবে বেশ কিছুটা। ১৫ নভেম্বর শুক্রবার থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই নামবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
অন্যদিকে আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। এবং সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই সপ্তাহেই নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে ৷ এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অপরদিকে, দেশজুড়ে বর্ষার বিদায়কালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরল, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার ধীর গতিতে শীত প্রবেশ করছে বাংলায়। দিনে হালকা গরম লাগলেও রাতের শীত অনুভূত হবে। যদিও প্রকৃত শীতের আমেজ আসতে এখনও কিছুদিন দেরি রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।