নিউজ ডেস্ক: আবার সেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল! হস্টেলের রুমে এবার হাতের শিরা কেটে আত্মহত্যাকর চেষ্ট করলেন নার্সিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী। আরজি করেরই ট্রমা কেয়ার সেন্টারের ভর্তি তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রুমমেটদের সঙ্গে বচসার জেরে এই ঘটনা। সম্প্রতি আরজি করে (RG Kar) অভয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনা নিয়ে আন্দোলন এখনও চলছে। আর এই আবহের মধ্যে এবার এই মেডিক্যাল কলেজেরই হস্টেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক নার্সিং পড়ুয়া।
জানা গিয়েছে, শনিবার রাতে নিজের রুমে ওই নার্সিং পড়ুয়া আত্মহত্যার (RG Kar) চেষ্টা করেন। এই নিয়ে নার্সেস ইউনিটির তরফে বলা হয়, “শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি, হস্টেলে রুমে কিংবা অন্য কারও সঙ্গে একটা সমস্যা হয়েছিল। মেয়েটি ওয়ার্ডেনকে জানিয়েছিলেন। ওয়ার্ডেন কী করেছেন জানি না। কিন্তু, গত ৯ অগাস্টের পর পড়ুয়াদের মনের মধ্যে একটা টানাপোড়েন নিশ্চয় চলছে। যাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। মেয়েদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে। সুস্থ পরিবেশে যেন পড়ুয়ারা ট্রেনিং নিতে পারে। এটা সবাইকে দেখতে হবে।”
সূত্রের খবর, হস্টেলে নিজেদের মধ্যে কোনও কারণে বচসা হয়। সেই বচসা থেকেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন ওই পড়ুয়া। ঘটনার পরেই টালা থানায় জানানো হয়েছে। সূত্রের খবর, ঘটনা সম্পর্কে খোঁজখবর শুরু করেছে পুলিশ। বর্তমানে আহত অবস্থায় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি আছেন ওই পড়ুয়া। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনা প্রসঙ্গে আরজি করের নার্সেস ইউনিটির তরফে ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, ‘‘হস্টেল হোক বা হাসপাতালে নার্স পড়ুয়াদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করার প্রয়োজন। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা আরও সহমর্মিতার সঙ্গে বিষয়গুলি দেখবেন, বলে আশা রাখছি।’’