নিউজ ডেস্ক: সাত সকালে বনগাঁয় চলল গুলি। সোমবার সকালে বনগাঁর কালুপুরের ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় জখম হয়েছেন এক ব্যবসায়ী। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ থেকে নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে। ওই ব্যবসায়ীর পেটে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিচালনার পিছনে ব্যবসায়িক শত্রুতা না অন্য কিছু, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বনগাঁর কালুপুরের একটি মাছের ভেড়িতে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিতে জখম হয়েছেন অসিত অধিকারী নামে এক ব্যবসায়ী। অসিত বনগাঁর বক্সীপল্লি এলাকার বাসিন্দা। কালুপুরে তাঁর মাছের ভেড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি ভেড়িতে মাছের খাবার দিতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর এক ছেলে ছিল। রেললাইন ধরে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। দুষ্কৃতীরা তখন তাঁকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি চালায়। তাঁর পিঠে গুলি লেগেছে। তাঁকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সোমবার সকালে কালুপুরের ওই মাছের ভেড়ি থেকে ফিরছিলেন অসিত। তখনই এক আততায়ী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, দুই রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে একটি গুলি ব্যবসায়ীর পিঠে লাগে।
তবে, কী কারণে ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আততায়ী যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ অসিতের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘গুলিবিদ্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে সমাজবিরোধী কাজে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ আগে থেকেই রয়েছে। সম্ভবত পুরনো কোনও শত্রুতার জেরেই প্রতিপক্ষের কেউ তাঁকে গুলি করে থাকতে পারে। আমরা ঘটনার তদন্ত করছি। আশা করছি, খুব দ্রুত দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে।’