নিউজ ডেস্ক: অবশেষে হাওয়া বদল রাজ্যে। আকাশ আপাতত একেবারে পরিষ্কার থাকবে। দক্ষিণ পশ্চিম বায়ু আর প্রবেশ করছে না বাংলায়। ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপাতত নভেম্বরের মাঝামাঝি সময়ে এরকমই আবহাওয়া থাকবে রাজ্যে। সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। ফলে এবার রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ অর্থাৎ পূর্বাভাস অনুযায়ী ৪৮ ঘণ্টা পর থেকে রাজ্যে পারদ পতন শুরু। তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। চলতি উইকেন্ডে দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ ভোরে এবং রাতে। মনোরম আবহাওয়া দিনে।
তবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি চলবে। কালিম্পং-এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আশেপাশের এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, যা শীতল আবহাওয়ার অনুভূতি বাড়িয়ে তুলেছে। পাহাড়ি এলাকাগুলির পরিবেশ শীতের জন্য আরও উপযুক্ত হয়ে উঠছে, এবং সেইসঙ্গে পর্যটকদের ভিড়ও বাড়ছে এই অঞ্চলগুলিতে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
অন্যদিকে কলকাতা ও দক্ষিণবঙ্গে এখন শীতের আমেজ স্পষ্ট (Weather update today)। দিনের বেলা রোদের উত্তাপ এখনও কিছুটা অনুভূত হলেও, রাত নামতেই আবহাওয়া হয়ে উঠছে শীতল। শীতের আমেজ বাড়ছে শহরজুড়ে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সপ্তাহের শেষে ১৯ এর নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আজ, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের বেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।