নিউজ ডেস্ক: রাজ্যে শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। রাতে পাখা চালিয়ে ঘুমোলেও ভোরের দিকে ঠান্ডার জেরে বন্ধ করে দিতে হচ্ছে, আবার গায়ে দিতে হচ্ছে চাদর। একটু বেলা বাড়লেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা। রাতে আবার পারদ নিচের দিকে। কার্যত এই ধরনের আবহাওয়া রোজ অনুভব করছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এর অর্থ শীতের আমেজ এসে গিয়েছে বাংলায়। ধীরে ধীরে নামছে পারদ। বইবে উত্তুরে হাওয়া। উইকেন্ডে হাওয়া বদল হবে।
জানা গিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা খানিক কমতে পারে রাজ্যে। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ, শীতকাল এসে না-পড়লেও শুক্রবার থেকে শীতের আমেজ মিলতে পারে রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৫ নভেম্বরের পরে রাজ্যে শীত ঢুকতে পারে। অর্থাৎ শুক্রবার থেকে জেলায় জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। আগামী ৪ থেকে ৫ দিন আরও কমতে পারে তাপমাত্রা। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে। অন্যান্য জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমলেও জাঁকিয়ে শীতের আমেজ এখনই পাওয়া যাবে না। আপাতত বাংলায় কনকনে শীত কবে থেকে, তা নিয়ে হাওয়া অফিসের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বুধবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার ওই জেলাগুলিতে বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শুধু বুধবারই নয়, এরপর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। এই সপ্তাহের শেষের দিক তো বটেই, নয়া সপ্তাহের গোড়ার দিকেও শুষ্ক থাকবে উত্তরবঙ্গ।
অন্যদিকে, বুধবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টি হবে না কলকাতায়। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলাতেই।