নিউজ ডেস্ক: বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান নেই বটে, কিন্তু হয়ত পূর্বজন্মের বন্ধন রয়েছে! তামিল ব্রাহ্মণ পরিবারের কন্যা, ছোট থেকে তামিল ও মালায়ালি শুনেই বড় হয়েছে। বলিউড তাঁর কর্মভূমি ঠিকই কিন্তু বাংলার সঙ্গেও ওতোপ্রোতভাবে জড়িয়ে বিদ্যা (Vidya Balan)। এবার তাঁর মুখেই শোনা গেল সুকুমার রায়ের সৎ পাত্র। যে ছড়া আট থেকে আশির কাছে আজও জনপ্রিয়। সেই ছড়াতেই মাতলেন বিদ্যা। সঙ্গে অভিনেতা রাজেশ শর্মা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে সারা শার্ট ও হালকা নীল রঙের ট্রাউজার পরেছেন রাজেশ শর্মা। আর বিদ্যা পরেছেন কালো টপ ও নীল জিন্স। এই কয়েক মিনিটে ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেশ মজা করেছেন তাঁরা। যা মুহূর্তে নজর কাড়ল সকলের। ৭ বছর আগে বিদ্যাকে এই জনপ্রিয় ছড়া শিখিয়েছিলেন রাজেশ। সেটাই সকলকে আবৃত্তি করে শোনালেন পর্দার ‘মঞ্জুলিকা’(Vidya Balan)। এ দিন একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ভুল ভুলাইয়া ৩-এর শুটিংয়ের ফাঁকে প্রথম ‘আবোল তাবোল’ থেকে বলা কবিতা বললাম। সেটা আমার প্রিয় সহ-অভিনেতার থেকে ৭ বছর আগে শিখেছিলাম।’ এর পরেই তাঁকে ‘সৎ পাত্র’ আবৃত্তি করতে শোনা যায়। শুরু করেন রাজেশ শর্মা। বিদ্যা এই সৎপাত্র উপস্থাপনা প্রশংসিত হয়েছে সকলের দ্বারা। মুহূর্তে দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন নায়িকা বিদ্যা বালন।
আসলে বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের নায়িকা চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন এই সুন্দরী। তাই বাংলা ভাষা, বাংলা সাহিত্যের সঙ্গে তাঁর বন্ধন বেশ গাঢ়। আজও হিন্দি ছবির প্রচারে কলকাতায় এলে সাংবাদিকদের সঙ্গে ঝরঝরিয়ে বাংলাতে কথা বলেন। বিদ্যার সাম্প্রতিক রিলিজ ভুলভুলাইয়া ৩। সেখানেও মঞ্জুলিকা চরিত্রটি কিন্তু বাঙালি। সেই ছবির সেটে বসেই সুকুমার রায়-এর কালজয়ী কবিতা আবৃত্তি করেন বিদ্যা।
উল্লেখ্য, বিদ্যা বালানের (Vidya Balan) এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন মিমি চক্রবর্তী। কমেন্ট করেছেন শিল্পা শেট্টিও। বাংলা তাঁদের মাতৃভাষা না হওয়া সত্ত্বেও বিদ্যা ও রাজেশের উচ্চারণের প্রশংসা করেছেন বাঙালি অনুরাগীরাও। আবার অনেক অবাঙালি অনুরাগীও প্রশংসায় ভরিয়েছেন।