নিউজ ডেস্ক: খেলতে খেলতে বিপত্তি। পানাগড়ে গাড়ির ভিতর আগুনে (Panagarh Fire Incident) ঝলসে গেল চার শিশু। বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে ঘটনাটি ঘটে। এদিন একটি পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় আচমকাই আগুন লেগে যায়। ঘটনার সময় ৪জন শিশু ছিল ওই গাড়ির মধ্যে। চারজনই গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরেই তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের।
আসলে পশ্চিম বর্ধমানের পানাগড়ে পুরনো গাড়ির যন্ত্রাংশের বাজার রয়েছে। সেই কারণে এই এলাকায় অনেক জায়গায় গাড়ি ফেলে রাখা হয়। তেমনভাবেই একটি গাড়ি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। এদিন তার মধ্যেই খেলছিল এক শিশুকন্যা-সহ তিন নাবালক। সকলেরই বয়স ৭ বছরের মধ্যে। খেলতে খেলতে হঠাৎ আগুন (Panagarh Fire Incident) ধরে যায় গাড়িতে।
স্থানীয় বাসিন্দারা শিশুদের আর্তনাদ শুনে ছুটে যান ঘটনাস্থলে। তাঁরাই গাড়ি থেকে বের করেন শিশুদের। দুজন কোনও ভাবে অগ্নিদগ্ধ অবস্থায় বের হতে পারলেও বাকি দু’জন বাইরে বেরতে পারেনি। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অপর দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। ইতিমধ্যেই ভিতরে কোনও বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকেও। জানা গিয়েছে, ফরেনসিক সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে খতিয়ে দেখবেন।
এলাকার বাসিন্দারা জানান, পরিত্যক্ত এই গাড়ির মধ্যে সবসময় খেলে ছোটরা। এদিন একটি শিশু জলন্ত প্রদীপ নিয়ে ঢুকে পড়েছিল গাড়ির ভিতর। সেই প্রদীপের শিখা থেকেই আগুন (Panagarh Fire Incident) লাগে। তখন অবশ্য বিষয়টি কারও নজরে আসেনি। শিশুদের চিৎকার শুনে ছুটে যান তাঁরা। তারপরেই দেখেন গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে।