নিউজ ডেস্ক: রাজস্থানের টঙ্ক জেলার দেওলি উনাইরা বিধানসভা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালাল নির্দল প্রার্থীর সমর্থকরা। বুধবার রাতে দেওলি উনাইরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সম্রাবতা গ্রামে নির্দল প্রার্থী নরেশ মীনার অনুগামীরা পুলিশের গাড়িতে হামলা চালায়, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। এমনকি পোলিং বুথে এসডিএম অমিত চৌধুরীকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় মোট ৬০ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, নরেশ মীনা ও তার সমর্থকদের পুলিশ বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। আজমের পুলিশের মহাপরিদর্শক ওমপ্রকাশ বলেছেন, গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নরেশ মীনা ও তার সমর্থকদের পুলিশ ঘিরে রেখেছে। এ প্রসঙ্গে অতিরিক্ত এসপি (টঙ্ক), ব্রিজেন্দ্র সিং ভাটি বলেছেন, “আমরা ক্ষতি বিশ্লেষণ করছি। আমরা কয়েকজনকে গ্রেফতার করেছি। আমরা তাকে (নরেশ মীনা) খুঁজছি। আমরা পরে বিস্তারিত জানাব।” বুধবার রাতের হিংসার প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে অনেকটাই।