নিউজ ডেস্ক: সপ্তাহান্তে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ধীরে ধীরে নামছে পারদ। এবার বইবে উত্তুরে হাওয়া। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তারপর থেকে পাহাড়েও নামবে পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নামতে পারে। সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। ঘন কুয়াশায় ঢাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে।
তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকা ছাড়া অন্য কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল, শুক্রবার থেকে তাপমাত্রার পারদ আরও নামবে। উত্তরের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও একধাক্কায় বেশ খানিকটা কমবে তাপমাত্রা।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহান্তে আরও খানিকটা কমবে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শুক্রবারের পর থেকে রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা রয়েছে। সব রাজ্যেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।