নিউজ ডেস্ক: লটারি দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ একাধিক জায়গায় অভিযানে নেমেছেন ইডি-র আধিকারিকরা। জানা গিয়েছে এদিন বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে লটারির টিকিট ছাপানোর কারখানায় অভিযান চালানো হয়। এছাড়াও দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ২৬ কবি ভারতী সরণিতে একটি অভিজাত বহুতল ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।
লটারির আর্থিক জালিয়াতি এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত দুর্নীতির মামলার তদন্ত করছে ইডি। সেই মামলার তদন্তে নেমেই আজ সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি-র আধিকারিকরা। এদিন সকালে ইডির পূর্বাঞ্চলীয় দপ্তর থেকে কয়েকটি তদন্তকারী দল বের হয়। তাদের একটি দল যায় দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি গোডাউনে। দোতলা বিল্ডিংয়ের পুরোটাই ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন এবং দপ্তর বলে খবর। অপর দুটি দল লেক মার্কেট ও লেক গার্ডেন্স এলাকায় তল্লাশি চালাচ্ছে। এখানে লটারির এজেন্টদের বাড়ি ও অফিস বলে সূত্রের দাবি। এই লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। সেই সূত্রে খরে দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। এর পর কলকাতায় হানা দিল ইডি।