নিউজ ডেস্ক: সরকারি কর্মীদের ন্যূনতম বেতন (Basic Salary) বাড়াতে চলেছে কেন্দ্র। বর্তমানে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বা বেসিক স্যালারি ১৮,০০০ টাকা। সেই অঙ্ক বেড়ে এবার ২৬,০০০ টাকা পর্যন্ত হতে পারে। সূত্রের খবর, সংগঠিত ক্ষেত্রে (EPFO Wage Limit) কর্মরত কর্মীদের সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পরিকল্পনা করছে।
একই সঙ্গে, ইপিএফও (EPFO)-তে যোগদানের ক্ষেত্রেও কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে একটি কোম্পানিতে ন্যূনতম কর্মী সংখ্যা ২০ হওয়া জরুরি। সেই সংখ্যা কমিয়ে এবার ১০ থেকে ১৫ হতে পারে। এর ফলে আরও বেশি সংখ্যক সংস্থাকে ইপিএফও-র পরিধির আওতায় আনা সম্ভব হবে। ২০১৪ সালে শেষবার মিনিমাম ওয়েজের বিষয়টি সংশোধন করা হয়েছিল। সেই সময় ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয় ওয়েজ লিমিট। গত ১০ বছরে এই সীমার আর কোনও পরিবর্তন হয়নি। এবার শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিষয়গুলি পর্যালোচনা করে এই সীমা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।