নিউজ ডেস্ক: গানের স্কুলেই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সম্পর্কে তিনি গায়ক পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই। এবার সঞ্জয় চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর জি কর কাণ্ডে অরিজিতের গাওয়া গান ‘আর কবে?’ ইঙ্গিত করে মুম্বইয়ে থাকা বাঙালি শিল্পীদের দিকে প্রশ্ন ছুড়লেন কুণাল ঘোষ।
এদিন কুণাল ঘোষ এক্সবার্তায় লিখেছেন, ”পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বাইতে আরেক গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন এর অভিযোগ। ১৮ তারিখ অব্দি পুলিশ হেফাজত।
মুম্বাই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ… আর কবে…মুম্বাই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে…আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন???? আর কবে????” প্রসঙ্গত, রবিবার সঞ্জয়কে গ্রেফতার করে বুধবার তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। আলিপুর আদালত সঞ্জয়কে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।