নিউজ ডেস্ক: আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ দিন অতিক্রম হতে চলেছে রবিবার। সেদিন একাধিক কর্মসূচির ডাক দিল অভয়া মঞ্চ।
জানা গিয়েছে ওইদিন আর জি করের নির্যাতিতার মায়ের হাত থেকে মশাল নিয়ে ১০০ জন সাইকেল আরোহী শ্যামবাজার পর্যন্ত যাবেন। অর্থাৎ, মশাল হাতে সেদিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত হবে সাইকেল মিছিল। তারপর সেই দ্রোহের মশাল পৌঁছে যাবে বিভিন্ন জেলায়। এছাড়াও সেদিন ১০০টি জায়গায় নীরবতা পালন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ১০০টি জায়গায় ১০০ মিনিটের জন্য হবে নীরবতা পালন। শুধুমাত্র রবিবার নয়, আগামী দিনগুলোতেও একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে অভয়া মঞ্চ। যার দিনক্ষণ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৮ অগস্ট রাতে ঘটে যায় নারকীয় হত্যাকাণ্ড। নিজের কর্মস্থলে ধর্ষণ ও খুন হন এক তরুণী চিকিৎসক। যাঁর দেহ উদ্ধার হয়েছিল পর দিন সকালে। তারপর থেকে লাগাতার আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ। পরবর্তীকালে তাঁদেরকে নিয়ে গঠিত হয়েছে অভয়া মঞ্চ।
অন্যদিকে, ঠিক তার আগের দিন অর্থাৎ শনিবার রাজ্যের সমস্ত সাংসদ এবং বিধায়কদের পাঠানো হবে জনতার চার্জশিট। সবাইকে ডাকযোগে এই চার্জশিট পাঠাবে অভয়া মঞ্চ। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে একটি কনভেনশন করার পরিকল্পনাও তাদের রয়েছে। সমাজের যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সর্বত্র আন্দোলন করার পরিকল্পনা রয়েছে। সমস্ত জেলায় অভয়া মঞ্চ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে, মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে ডাক দেওয়া হয়েছে একটি গণ কনভেনশনের। শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে সেই গণ গণভেনশন করা হবে। সেখানে নার্সেস ইউনিটি, মেডিক্যাল সার্ভিস সেন্টারের পাশাপাশি থাকছে ১৩০টিরও বেশি সংগঠন। দুপুর তিনটে থেকে শুরু হবে এই গণ কনভেনশন।