নিউজ ডেস্ক: সদ্যই কন্যা সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। নভেম্বর মাসের প্রথমে মেয়ে হয়েছে তাঁর। মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। অভিনেত্রীর কাছে প্রথমবার মাতৃত্বের স্বাদ হলেও কাঞ্চন প্রথম বার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তপ্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তাঁর একটি ছেলেও আছে। তাঁর নাম ওশ। সপ্তম শ্রেণির ছাত্র সে। মায়ের কাছেই বড় হচ্ছে। তবে কন্যাসন্তান হওয়ার পরই কাঞ্চন মল্লিকের আগেরপক্ষের স্ত্রী-সন্তানও চর্চার শিরোনামে। দুই সন্তানকে নিয়ে ট্রোল, মিমের অন্ত নেই! এবার সেই প্রেক্ষিতেই শিশুদিবসে দুই সন্তানকে নিয়ে বিশেষ আর্জি কাঞ্চন মল্লিকের।
এদিন অভিনেতা বলেন, “একজন সদ্যোজাত শিশু। আর একজনের শৈশব এখনও শেষ হয়নি। ওশ এবং কৃষভির শৈশব যেন সুন্দর থাকে। আমায় নিয়ে কাটাছেঁড়া করছেন করুন। ছোট ছোট দুই শিশুকে কেন টানছেন এ সবের মধ্যে। ওদের শিশুদের মতো বড় হতে দিন না। সুস্থ পরিবেশে বড় হওয়া জরুরি। শুধু আমার শিশু বলে বলছি না। সবার শিশুদের জন্যই বলছি। বাচ্চাগুলো বাচ্চার মতো বড় হতে দিন। এটাই বলতে চাই।”