নিউজ ডেস্ক: নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেল, জাঁকিয়ে শীত এখনও দূরেই। গ্রাম বাংলায় ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে নেই। আবহাওয়া মূলত শুষ্কই রয়েছে। তবে, শুক্রবার একধাক্কায় বেশ কিছুটা পারদ-পতন হয়েছে। তাপমাত্রার পারদ নামার পূর্বাভাসও দিয়েছে অলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের পর থেকেই তাপমাত্রা কমতে থাকবে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমবে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই শীতের আমেজ অনুভূত হবে। যদিও, উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ইতিমধ্যেই ঠান্ডা রয়েছে। এবার সমতলেও মিলবে শীতের পরশ। তার আগে শুক্রবারও কলকাতার সর্বনিম্ন থাকল স্বাভাবিকের ঊর্ধ্বেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। তবে, বৃহস্পতিবারের তুলনায় এদিন তাপমাত্রা অনেকটাই কমেছে।
অন্যদিকে হিমাচল প্রদেশ-সহ দেশের ৯টি রাজ্যে ভোরে ও রাতের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই রাজ্যগুলি হল – হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, পঞ্জাব ও সিকিম। আইএমডি জানিয়েছে, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভোরে ও রাতের দিকে ঘন কুয়াশা আচ্ছন্ন থাকবে। আগামী কিছু দিন বাকি অন্যান্য রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। ভোরে ও সকালের দিকে গাড়ির চালকদের বিশেষভাবে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।