নিউজ ডেস্ক: ফের অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দি রয়েছেন তিনি। জেলে থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। আজ, বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা। দিন পাঁচেক আগে জেলে থাকাকালীনই নাক,মুখ দিয়ে রক্ত বেরতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থায় বেশ কিছুটা সংকটজনক ছিল বলে জানা গিয়েছে। তবে বর্তমানে খবর, জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) আপাতত স্থিতিশীল।
রেশন দুর্নীতি কাণ্ডে গত একবছর ধরে তিনি জেলবন্দি। বার বার জামিনের আবেদন সত্ত্বেও তা মেলেনি। শনিবার তাঁর নাক-মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে বলে জানা যায়। তাঁর প্রেশার বেড়ে গিয়েছে। হাইপারগ্লাইসিমিয়ায় ভুগছেন তিনি। এর আগে অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সেই অসুস্থতা নিয়ে বিতর্কও কম হয়নি। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।