নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর গন্তব্য নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা। ত্রিদেশীয় সফরের শুরুতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ১৬ ও ১৭ নভেম্বর নাইজেরিয়ায় সরকারি সফর করবেন। পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই প্রথম সফর এবং বিগত ১৭ বছরে ভারতীয় কোনও প্রধানমন্ত্রীর নাইজেরিয়ায় প্রথম সফর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলে ১৯-তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকার কথা তুলে ধরবেন। এটি হতে চলেছে প্রধানমন্ত্রীর ব্রাজিলে তৃতীয় সরকারি সফর। এরপর গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী চলতি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত গায়ানা সফরে যাবেন।
প্রসঙ্গত, দিল্লিতে গত বছরের ১০ নভেম্বর জি২০ শীর্ষ সম্মেলনের শেষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে আনুষ্ঠানিক ভাবে সভাপতিত্বের ‘গাভেল’ তুলে দিয়েছিলেন মোদী। প্রথা মেনে এ বারের শীর্ষবৈঠকের আয়োজক হয়েছে ব্রাজিল। বাণিজ্য এবং উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিও জি২০-তে এ বার আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, নাইজ়িরিয়া এবং গায়না সফরের উদ্দেশ্য হবে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি।