নিউজ ডেস্ক: গত অক্টোবর মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। যদিও তাঁদের আইনি বিয়ে ২০২৩ সালেই হয়ে গিয়েছিল। এই বছর গাঁটছড়া বাঁধার মাস ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিলেন তাঁরা। জানালেন সংসারে আসছে নতুন সদস্য। গতকাল শিশুদিবসে সমাজমাধ্যমের পাতায় পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে জুনিয়র ‘রূপসায়ন’ আসছে।
এ প্রসঙ্গে রূপসা বললেন, “সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা খুবই উত্তেজিত। শিশুদিবসের মতো ভাল দিন আর কী আছে। তাই এই সুখবরটা সকলকে জানানোর জন্য এই দিনটাই বেছে নিলাম। পরিবারের সবাই খুবই খুশি। তাই সবাই চিন্তিত যে যদি এই ছবিতে কেউ নেতিবাচক মন্তব্য করে। তবে আমরা ঠিক করেছি কোনও মন্তব্য পড়ব না।”
সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির এই সুখবরে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি কেকের ছবিও শেয়ার করে নিয়েছেন। সেখানে কেকের ওপর শোয়ানো রয়েছে একটি শিশু। আর সেখানে লেখা রয়েছে, ‘মম অ্যান্ড ড্যাড টু বি’। দেখা গিয়েছে রূপসা ও সায়নদীপ বন্ধুদের সঙ্গে এই দিনটি উদযাপনও করেছেন।