নিউজ ডেস্ক: লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার অশোকনগর রেল স্টেশনে অবরোধ করলেন যাত্রীরা। আর এই রেল অবরোধের জেরে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে অসুবিধার মধ্যে পড়েছেন অসংখ্য যাত্রী। এক ঘণ্টার উপর অবরোধ চলার পর রেল পুলিশ এসে অবরোধ তুলতে গেলে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। যাত্রীদের ছোড়া ইঁটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। কর্মব্যস্ত দিনে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হতে অশোকনগর থানার পুলিশও হস্তক্ষেপ করে। আটক করে হয়েছে কয়েকজন বিক্ষোভকারীকে।
অবরোধকারী যাত্রীদের অভিযোগ, বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল ট্রেন অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়ে থেমে যায় ট্রেন। এ ভাবে মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশন দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন। ফলে সমস্যার মধ্যে পড়েন বহু যাত্রীরা।
অশোকনগরে রেল অবরোধকারী এক নিত্যযাত্রী বলেন, ‘মাঝেরহাট লোকাল কেন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে না? বারাসত থেকে ট্রেন পরিবর্তন করে দত্তপুকুর লোকালে উঠতে হচ্ছে আমাদের। দীর্ঘদিন ধরে এই মাঝেরহাট লোকাল বন্ধ।’ পুনরায় এই লোকাল চালু করার দাবি নিয়েই মূলত এ দিন অবরোধ করেন যাত্রীদের একাংশ।