নিউজ ডেস্ক: গুরু নানক জয়ন্তী অথবা গুরুপরব শুক্রবার ভারত-সহ বিশ্ব জুড়ে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় পালিত হচ্ছে। এটি প্রথম শিখ গুরু গুরু নানক দেবজির জন্মদিনকে চিহ্নিত করে, যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। এই বছর গুরু নানক দেবজির ৫৫৫ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই দিনে বিশ্বজুড়ে শিখ ভক্তরা প্রার্থনা করেন।
শুক্রবার পঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরে বিশেষ প্রার্থনা করেন শিখরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে গুরুনানক জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, শ্রী গুরু নানকদেব জির শিক্ষা আমাদের করুণা, দয়া এবং নম্রতার চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করতে থাকুক।
উল্লেখ্য, শিখ ধর্ম একেশ্বর বাদী ধর্ম। এক ওমকারের উপাসনায় বা ‘ওয়াহেগুরু’তেই শিখ ধর্মাবলম্বীরা বিশ্বাসী। নিরাকার ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের মতোই তাঁরা মূর্তি পূজাতে বিশ্বাসী নন। শিখ ধর্ম গুরু নানকের হাত ধরেই গড়ে ওঠে এবং তাঁর মাধ্যমেই প্রচার ও প্রসার লাভ করে। আমাদের সনাতন ধর্মে যেমন গুরুদেবকেই ‘পরমব্রহ্ম’ বলা হয়, শিখরাও (Sikh) তাই মনে করেন। বস্তুত শিখ ধর্ম হিন্দু ধর্মের একটি অংশ বলেই মনে করা হয়। যেমন বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম। শিখেরা মনে করেন ওয়াহেগুরু হল সাক্ষাৎ ঈশ্বরের প্রতীক এবং সর্বব্যাপী । তাই ওয়াহেগুরু আরাধ্য। অমৃতসরের স্বর্ণ মন্দির এই ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য।