নিউজ ডেস্ক: মহালয়ার দিনই ‘চালচিত্র’র (Chaalchitro) টিজার প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছিলেন প্রতিম ডি গুপ্ত। এবার প্রকাশ্যে এল তাঁর থ্রিলার ছবি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’-এর পোস্টার। সল্টলেক সিটি সেন্টারে শহরের সবচেয়ে বড় সিনেপোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, পরিচালক প্রতিম ডি গুপ্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসান। এদিন আয়োজিত পোস্টার লঞ্চ অনুষ্ঠান ঘিরে ছিল তারকা সমাগম। এই ছবির কথা ঘোষণা হওয়ার পর শুরু থেকেই সিনে প্রেমীদের মধ্যে একটা আলাদা উৎসাহ চোখে পড়েছিল।
‘চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল’ ছবির এই পোস্টারে চারজনকে পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে। এরাঁ হলেন টোটা, অনির্বাণ, শান্তনু এবং ইন্দ্রজিৎ। ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ ছবিটি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চারজন পুলিশের একটি টিমের গল্প, যার নেতৃত্বে রয়েছেন কণিষ্ক, অর্থাৎ টোটা রায় চৌধুরী। আর পরিচালক প্রতিম ডি. গুপ্তা বরাবরই মনস্তাত্ত্বিক গভীরতার সঙ্গে গল্প বলার জন্য পরিচিত।
এই ছবিতে উঠে আসবে কলকাতার বুকে ধারাবাহিক খুনের তদন্তের কথা। রহস্য-রোমাঞ্চের মোড়কে আগেই টিজারে পরিচালক দেখিয়েছেন যে, এই গল্পে মহিলারাই একের পর এক টার্গেট হচ্ছেন। আর দৃষ্যায়নের নেপথ্যে শোনা যাচ্ছে চণ্ডীপাঠ। এই ছবি অন্যান্য বাংলা ছবির থেকে অনেকটাই আলাদা, সেটার ইঙ্গিত তখনই মিলেছে।