নিউজ ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে। আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল স্বাগতিকরা। আট বছর পর আর্জেন্টিনাকে হারালো প্যারাগুয়ে l ২০১৬ সালে শেষ বার তারা জয় পেয়েছিলl প্যারাগুয়ের হয়ে দুইটি গোল করেন আন্তোনিও সানাব্রিয়া এবং ওমর আলদারেতে।
আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজl ১১ মিনিটে লাউতারো মার্টিনেজ আলবিসেলেস্তেদের এগিয়ে দেন। এঞ্জো ফার্নান্দেজের থ্রু থেকে আড়াআড়ি শটে গোল করেন তিনি। তবে ১৯ মিনিটেই সমতায় ফেরে প্যারাগুয়ে। গুস্তাফো ভেলাসকেসের ক্রসে সানাব্রিয়ার দারুণ এক বাইসাইকেল কিক পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দিয়েগো গোমেজের ফ্রি কিক হেড করে গোল করেন ওমর আলদারেতে। এরপর আক্রমণের ধার বাড়িয়েও আর্জেন্টিনা গোল শোধ দিতে পারেনি l ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে।