নিউজ ডেস্ক: গুরুনানক জয়ন্তীর দিন মালদা শহরের একটি বিশেষ উদ্যোগ নজর কাড়ল। শুক্রবার সকালে মালদার উঠোনে আয়োজিত হয়েছিল বোন ফোঁটার অনুষ্ঠান। অনুষ্ঠানে বোনেদের মঙ্গল কামনায় দিদি-বোনেরা একত্রিত হয়ে মন্ত্রোচ্চারণ ও প্রার্থনা করেন।
উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সুদেষ্ণা মৈত্র জানান, “চার বছর আগে আমরা বোনদের মঙ্গল কামনায় এই বিশেষ কর্মসূচি শুরু করেছিলাম। এবছর এটি পঞ্চম বছরে পা দিল। বর্তমান সময়ে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। তাই দিদি-বোনেরা একে অপরের পাশে থাকার বার্তা দেওয়া আমাদের এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।”
আরেকজন অংশগ্রহণকারী জানান, “ভাইয়ের মঙ্গল কামনায় যেমন বহু উৎসব রয়েছে, বোনেদের জন্য তেমন কিছু নেই। সেই ভাবনা থেকেই বোন ফোঁটার উদ্যোগ নেওয়া হয়েছে।” এই বিশেষ আয়োজনটি নারী সমবেত শক্তির প্রতীক হয়ে উঠেছে। সাম্প্রতিক সমাজে নারীদের প্রতি সংঘটিত নানা অন্যায়ের প্রতিবাদ ও নিজেদের অধিকার রক্ষার অঙ্গীকার হিসেবে এই উৎসব এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।