নিউজ ডেস্ক: শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। ১২দিন ধরে চলবে বইয়ের উৎসব। বইমেলা প্রাঙ্গন অর্থাৎ করুণাময়ীর নির্দিষ্ট মেলা প্রাঙ্গণেই হবে বইমেলা। প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন ৷ ফলে পুজোর মুখে বইপ্রেমীদের জন্য সুখবর শোনাল গিল্ড ৷
ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে। কিন্তু এবছর বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার সম্ভাবনাই প্রবল। সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা। কলকাতা বইমেলায় প্রতিবার বাংলাদেশের অংশগ্রহণ থাকে। তবে, বাংলাদেশ বইমেলা শুধু বাংলাদেশের বইয়ের পসরা নিয়ে অনুষ্ঠিত হয়। কিন্তু এবার বাংলাদেশের প্রকাশনা সংস্থা বা সরকারের তরফে কোনও আবেদন না আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই বছর কলকাতা বইমেলার ৪৮তম বর্ষ। আগের বছর নির্বাচনের কারণে বইমেলা সময় এগিয়ে আনা হয়েছিল। তবে এবছর তেমন আর হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “গত বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা তার সঙ্গে নির্বাচন ছিল বলে আমাদের সময় এগিয়ে আনা হয়েছিল। কিন্তু মূলত বইমেলা হয় জানুয়ারি মাসে শেষের দিকে। এবারও তাই হচ্ছে ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রবিবার এবং ছুটির দিনগুলিতে খোলা থাকবে রাত ন’টা পর্যন্ত।”