নিউজ ডেস্ক: ধীরে ধীরে বদল ঘটছে আবহাওয়ার! পতন ঘটছে পারদের। এমনকি উত্তুরে হাওয়াও ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে বাংলায়। যার ফলে এক ধাক্কায় অনেক ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে বলেই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। সর্বনিম্ন তাপমাত্রা উনিশের ঘরে কলকাতায়, পুরুলিয়াতে ১৪ ডিগ্রি। বইছে উত্তুরে হাওয়া। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে আরও সাত দিন ৷ পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শুষ্ক আবহাওয়া আপাতত বজায় থাকবে বলেই পূর্বাভাস। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই রাতের তাপমাত্রায় বড় বদল আসতে পারে। এক ধাক্কায় তাপমাত্রায় ২ থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলেও পূর্বাভাস। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলেই দাবি। এমনকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার বড় বদল দেখা মিলতে পারে (West Bengal Weather Update)। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীতের অনুভূতি আরও প্রবল হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দুই জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আজ, শনিবার ও আগামিকাল, রবিবার ঘন কুয়াশায় ঢাকবে মালদহ ও উত্তর দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা থাকবে।