নিউজ ডেস্ক: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে। শুক্রবার মধ্যরাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের একটি কাঠের গুদামে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা পাঁচেকের চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে রাত পেরিয়ে সকাল হলেও তা পুরোপুরি নিভে যায়নি।
শনিবার সকালেও চলছে আগুন নেভানোর কাজ। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও, আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি, রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফাটার কারণেই ওই বিস্ফোরণ। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা।