নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে ১০টি শিশুর। শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রীর নির্দেশে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া নবজাতক শিশুদের বাবা-মাকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ঝাঁসির বিভাগীয় কমিশনার এবং ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনার বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।” শুক্রবার রাতেই ঝাঁসি মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেছেন, “এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে…স্থানীয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১০টি নবজাতক শিশু মারা গিয়েছে, ৭টি দেহ শনাক্ত করা হয়েছে, ৩টি এখনও শনাক্ত করা হয়নি, প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি অক্সিজেন কনসেনট্রেটরের ভিতরে শর্ট সার্কিটের ঘটনা। আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।”
আগুনে মারা যাওয়া এক নবজাতকের স্বজনরা বলেছেন, “আমাদের নবজাতককে এখানে একমাস ধরে ভর্তি করানো হয়েছিল। গতকাল অপারেশনের পর সেখানে (এনসিআইইউ) শিশুটিকে ভর্তি করা হয়। গতকাল রাত ১০টা নাগাদ আগুন লাগে, আমরা ছুটে যাই। শিশুটিকে বের করার জন্য কিন্তু আমাদের আটকে দেওয়া হয়। পরে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটিকে খুঁজে পাইনি, পরে আমাদের জানানো হয়, আমাদের শিশুটি আগুনে পুড়ে মারা গেছে।