নিউজ ডেস্ক: উপনির্বাচনের আগেই আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে প্রায় ৬ দিন হাসপাতালে থাকার পর অবশেষে তাঁকে ছেড়ে দেওয়া হল। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাসস্থানে ফিরলেন তিনি। তাঁর বাড়ি বলতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজ্ফফর আহমেদ ভবন। সেখানেই রাতে ফিরেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। জানা গিয়েছে, সুস্থ হয়েই ফিরেছেন তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।
রিপোর্ট অনুযায়ী, গত ১১ নভেম্বর জ্বর নিয়েই দক্ষিণ দিনাজপুর এবং মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিমান বসু। সেই কর্মসূচি সেরে তিনি কলকাতায় ফেরেন। পরে সন্ধ্যা নাগাদ তাঁর জ্বর বেড়ে যায়। সেই সময় সিপিএম নেতারা তাঁকে হাসপাতালে ভরতি করেন। যদিও জানা গিয়েছে, প্রাথমিক ভাবে হাসপাতালে যেতে রাজি ছিলেন না বিমান বসু। তিনি চেয়েছিলেন, পার্টি অফিসেই যেন তাঁর চিকিৎসা হয়। তবে পরে সূর্যকান্ত মিশ্র এবং মহম্মদ সেলিমেরা তাঁকে বুঝিয়ে হাসপাতালে নিয়ে যান।