নিউজ ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’র বক্স-অফিস ব্যর্থতার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান। বছর খানেকের উপর বড়পর্দা থেকে দূরেও ছিলেন। কিন্তু চলতি বছরে ‘সিতারে জমিন পর’-এর মাধ্যমে কামব্যাক করছেন তিনি। এহেন আবহেই আমির পাকাপাকিভাবে জানিয়ে দিলেন আর মাত্র ১০ বছর তিনি কাজ করবেন। একদম চুটিয়ে কাজ করবেন। তারপরেই বলিপাড়া থেকে ছুটি।
আমির জানান, অবসর নিতে চেয়েছিলেন কারন তিনি সকালে উঠে যোগব্যায়াম করবেন, পরিবারের সঙ্গে সময় কাটবেন—সব মিলিয়ে পরিকল্পনা মন্দ লাগছিল না। কিন্তু যখন মন বদলান, তখন নতুনভাবে শুরু করতে চান। আমির জানান, ‘আমার হাতে এখন একসঙ্গে ছয় ছবির কাজ, ক্যারিয়ারে এই প্রথম এতোগুলো ছবি হাতে নিয়েছি।’
আমির জানান, আগামীর কোনও ভরসা নেই। কে জানে হয়তো কালই কিছু একটা ঘটে যেতে পারে। এখন তাঁর বয়স ৫৯। দশ বছর পর প্রায় সত্তর বছর বয়স হয়ে যাবে। তখন হয়তো আর তাঁর এত সক্রিয়তা থাকবে না। সেই কারণেই তিনি এখন যত পারছেন কাজ করে নিচ্ছেন। যদিও আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এই প্রসঙ্গে তিনি আবার কিংবদন্তি হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। যিনি নব্বই পেরিয়েও অভিনয় করে চলেছেন। এতে আবার আমিরের বক্তব্য, সবাই ক্লিন্টের মতো হতে পারেন না।