নিউজ ডেস্ক: পাহাড়প্রেমিদের কাছে ভূস্বর্গ কাশ্মীর অন্যতম পছন্দের একটি ভ্রমণকেন্দ্র। আর সেই ভূস্বর্গে যখন ‘স্নফল’ হয় তাকে ঘিরে পর্যটকদের আকর্ষণ আরও কেয়েকগুন বেড়ে যায়।শীতের আগমণের সঙ্গে সঙ্গে নতুন করে আবারও তুষারপাত হল জম্মু ও কাশ্মীরে। শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে তুষারপাত হয়েছে। তুষারপাতের পর পাহাড় বরফের চাদরে ঢাকা পড়েছে।
কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এদিনই তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। গুরেজ, তুলাইল এবং কানজালওয়ানের সীমান্ত এলাকা-সহ বান্দিপোরার উপরের অংশগুলি বরফের সাদা চাদরে ঢেকে গেছে। রিপোর্ট অনুযায়ী, এবছর অক্টোবর ও নভেম্বরে দেশে কোনও সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানেনি। এর জেরে উত্তরপশ্চিম ভারতে শীতের আমেজ এখনও পড়তে শুরু করেনি। তবে বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে এবং এর ফলে তিন-চার দিন পর তাপমাত্রা হ্রাস পেতে পারে।