নিউজ ডেস্ক: মানুষের গল্প তো অনেক শোনা হল.. ভাবুন তো, এবার যদি ভূতেদের গল্প ক্যামেরাবন্দি করতে হাজির হয় গোটা একটা শ্যুটিং ইউনিট! তাহলে? কী বলবে, কী করবে সেই ভূতেরা? এমনই একটা মজার গল্পের প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ‘হইচই’ (Hoichoi)। ছবির নাম ‘ভূততেরিকি’ (Bhootteriki)।
গল্পে দেখা যাবে, একটি বাড়িতে ৩ ভূত থাকে। এই ৩টি ভূতই এসেছে ৩ সময়কাল থেকে। ৩ ভূত মিলে থাকে একটাই বাড়িতে। আর হঠাৎ সেই বাড়িতে ৩ ভূতের কান্ডকারখানা ক্যামেরাবন্দি করতে আসে একটি শ্যুটিং ইউনিট। মানুষের থেকে ভূতের জীবন কতটা আলাদা, সেই অনুসন্ধানই করতে এগোয় এই শ্যুটিং দল। আর সেই অনুসন্ধানে নেমেই ঘটে যায় একের পর এক ঘটনা। হাস্যরসে মোড়া এই হরর কমেডি ওয়েব সিরিজের নাম ‘ভূততেরিকি’। নতুন এই ওয়েব সিরিজ়ের পরিকল্পনা করেছেন পরিচালক কৌশিক হাফিজি।
সিরিজে এই তিন ভূতের চরিত্র হল ভানু, সুকুমারী এবং রাজ়িয়া। তিন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেরী সিংহ রায়, ঐশ্বর্যা সেন এবং দীপান্বিতা সরকার। সিরিজ়ের অন্য চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুন্ডু প্রমুখ। এই ওয়েব সিরিজে সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)।